ইনক্রিমেন্ট ২০২৩ কিভাবে যাচাই করবেন?
অনলাইনে বেতন নির্ধারণী প্রক্রিয়া- Online Pay Fixation 2023: Step by Step Guideline
Google.com এ গিয়ে Pay Fixation লিখে সার্চ করুন অথবা যে কোন ব্রাউজার থেকে https://ibas.finance.gov.bd/ibas2/Fixation লিংক লিখে সার্চ করুন।
পরবর্তী ধাপে ক্লিক করুন।
আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি। সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করুন।
ইনক্রিমেন্ট আইকনে ক্লিক করুন।
হ্যাঁ তে ক্লিক করুন।
বেসামরিক আইকনে ক্লিক করুন।
National Id, verification code ও প্রদর্শিত টেক্সট লিখে Login ক্লিক করুন।
OK ক্লিক করুন
মোবাইলে আসা ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড লিখে Validate ক্লিক করুন।
ইনক্রিমেন্ট এর তারিখ নির্বাচন করে Go ক্লিক করুন।
আপনার বিস্তারিত তথ্য দেখতে পারবেন।